মংক্যাইনু মারমা,রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলা সুনীল কর্মকার (৪৫) কামার দোকান অবহেলা ও অসাবধানতার কারণে পরপর পাঁচবার অগ্নিকান্ডে সৃষ্টি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন। বিগত বারের মত আজকেও সেই একই স্থানে পুনরাবৃত্তি অগ্নিকান্ডের সৃস্টি হয়েছে।
আজ ১৯ই জানুয়ারী শনিবার দুপুর ১২.০৫ মিনিটে রোয়াংছড়ি বাজারে মৃত নাক্ষত্র কর্মকারের ছেলে সুনীল কর্মকার (৪৫) কামার দোকানে অগ্নিকান্ড ঘটে। কোন ক্ষয়ক্ষতি ছারা এলাকাবাসী ও দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ।
এলাকা বাসীরা জানায়, সুনীল কর্মকার (৪৫) অবহেলার কারণে তার কামার দোকানটি আজ পর্যন্ত পাচঁবার অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। তারপরেও তার কোন চিন্তার পরিবর্তন না হওয়ায় আজও একটি বড় বিপদ ডেকে এনেছে। স্থানীয় ও দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছে বলেই বড় একটি বিপদ থেকে রেহাই পেল বাজার এলাকা।
এ বিষয়ে দোকানদার সুনীল কর্মকার (৪৫) বলেন, অতিব সতর্ক ভাবে থেকেও আমার অজান্তেই অগ্নিকান্ডের সমস্যা হয়ে যায়। আজকে থেকে সাবধানতা অবলম্বন করে চলবো।
বাজার ওয়ার্ড মেম্বার গান্দিলাল তঞ্চঙ্গ্যা বলেন, বাজার কমিটি এবং জনপ্রতিনিধি গণের সাথে আলোচনায় বসেও সুনীল কর্মকার কামার দোকান পরপর পাচঁবার অগ্নিকান্ডের সতর্ক জারি করার অনুরোধ করা হলেও কোন সাবধানতা পদক্ষেপ লক্ষ করা যায়নি।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের লিডার মংশৈনু মারমা বলেন, অগ্নিকান্ডে খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনা স্থানে পৌছে এলাকাবাসীসহ আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অগ্নিকান্ডে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
Leave a Reply