শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে পাথর খেকোদের অবৈধভাবে পাথর উত্তোলনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্র্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশ নেয় ।
আজ ৩০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বান্দরবান প্রেস ক্লাব এর সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি আয়োজন করেছে পরিবেশ বান্ধব সচেতন নাগরিক সমাজ বান্দরবান পার্বত্য জেলা। মানববন্ধনে সভাতিত্বে করেন, জন ত্রিপুরা,আরো উপস্থিত ছিলেন, ম্রো সংগঠনের সাধারণ সম্পাদক রুমক্লা ম্রো চাক সম্প্রদায়ের ছাত্র নেতা থোয়াইক্যজাই চাক এবং বামং মারমা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্য এই বান্দরবান পার্বত্য জেলা। প্রকৃতির উপর বসবাস এই এলাকার সাধারণ জনগণ। একমাত্র পানির উৎস প্রাকৃতিক ঝিরি,ঝর্ণা ও খাল। ছোট বড় অসংখ্য পাথর এসব ঝিরি ,ঝর্ণার ও খাল পানি মজুত করে বা ধরে রাখে। বিগত কয়েক বছরে যেভাবে অবৈধ পাথর খেকো ব্যবসায়ীরা নির্বিচারে পাথর উত্তোলন করছে তা ভাবা যায় না। তা প্রভাব পরে গ্রীষ্মকাল আসলে হারে হারে টের পায়,কারণ ঝিরি,ঝর্ণার ও খালের পানি শুকিয়ে হাহাকার। সুপিয় পানির অভাবে ময়লা পানি পান করতে হয়, এতে ডাইরিয়া,কলেরা,টাইফয়েড হয়ে মারাও গেছে। এর পরও থেমে নেয় পাথল উত্তোলন। টংকাবতি, রুমা খাল,বগালেক,থানছি,আলিকদম,লামা এসব উপজেলাতে পুরোদমে চলছে পাথর উত্তোলন। প্রশাসনের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে এসব অবৈধ ব্যবসা। এসময় প্রশাসনের কাছে পাথর উত্তোলন বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, স্থানীয় প্রভাবশালী ও বহিরাগত পাথর খেকো ব্যবসায়ী কর্তৃক বিভিন্ন এলাকা থেকে পাথর উত্তোলন কারীদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তক্ষেপ কমনা করেন। অতি শ্রীঘ্রয় অসাধু পাথর ব্যবসায়ীদের মোবাই কোর্টের মাধ্যমে জরিমানা ও আইনুগত ব্যবস্থা নেয়ার আহবান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলমকে প্রধান মন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করে।
Leave a Reply