শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন
স্বামীর সঙ্গে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় মাক্যচিং মার্মা (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার ৪ নভেম্বর দিবাগতরাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত মাক্যচিং মার্মা ছোটপাড়ার বাসিন্দা মংক্যহ্যন্ন মারমা স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে পারিবারিক বিষয় নিয়ে গৃহবধূ মাক্যচিং মারমা সঙ্গে তার স্বামী মংক্যহ্যন্ন মারমা মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামীর ওপর জের ধরে বিষপান করে।
পরে স্বজনেরা মাক্যচিং মার্মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে গৃহবধূ মাক্যচিং মার্মা মারা যান। পরে পুলিশ নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এই বিষয়ে লামা থানায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বিষপান করে গৃহবধূ মাক্যচিং মারমা মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply