বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ন
মংহাইথুই মারমা, রুমাঃ
বান্দরবানে রুমা উপজেলার এক শিক্ষকের বিরুদ্ধে রহস্যময় কাহিনী গড়ে উঠেছে। সারা মাস কর্মস্থলে না গিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় শিক্ষক সংকটের অজুহাত দিয়ে তড়িঘড়ি করে মূল কর্মস্থল প্রাংসা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রভাব খাটিয়ে বাড়ির পাশের রুমা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন ঞোহ্লামং মারমা নামের এক সহকারী শিক্ষক। গত ২১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পাড়াবাসী এবং এক স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এর অভিযোগের প্রেক্ষিতে এক সংবাদ মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে নিয়ে সংবাদ প্রচারিত হয় এবং উক্ত সংবাদের কপি রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তার নিকট জমা প্রদান করা হয়েছিল। সে সময় তদন্ত স্বাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন । কিন্তু কোন প্রকার তদন্ত এবং পদক্ষেপ গ্রহণ ছাড়াই রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই শিক্ষককে বদলীর ব্যবস্থা করেন, গত ১ নভেম্বর ২০১৯ তারিখ আইন বহিঃভূত ভাবে সহকারী শিক্ষক ঞোহ্লামং মারমা নতুন কর্মস্থলে যোগদান করেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন, রুমা উপজেলা চেয়ারম্যানের নির্দেশে তাকে মৌখিক ভাবে বদলীর আদেশ দেয়া হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠান বান্দরবান জেলা পরিষদের কোন প্রকার আদেশ নির্দেশ ছিলোনা। এর কোন আইন গত বৈধতা আছে কিনা জানতে চাইলে বিষয়টি তিনি সমস্ত দায়ভার উপজেলা চেয়ারম্যানের বলে এড়িয়ে যান।
উল্লেখ্য যে, প্রাংসা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঞোহ্লামং মারমা সহ শিক্ষক রয়েছেন মোটেই তিন জন, অপরদিকে রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন নয় জন। তথাপি প্রাংসা পাড়ার বিদ্যালয়টি শিক্ষক সংকটে রেখে রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাকে বদলী করার কোন হেতু খুঁজে পাচ্ছেন না অভিভাবক সহ স্থানীয়রা। বিধিবহির্ভুত ভাবে বদলীর বিষয়টি উপজেলা চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি শিক্ষক সংকট এবং নিরাপত্তার জন্য তাকে বদলী করা হয়েছে বলে জানান।
Leave a Reply