শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,
বোমাংগ্রী (রাজা) কংহ্লাপ্রু ১৮০৪ ইং সালে বান্দরবান স্থাপিত করেন। তখন অশুভ আত্মার শক্তিকে বিতারিত করতে বান্দরবানে নদী পূজা শুরু করে, সেই প্রচলিত প্রথা এখনো চলমান রয়েছে।
আজ শনিবার ২১ তারিখ সকাল ৭ ঘটিকার সময় বান্দরবান শঙ্খ নদির তীরে নদি পূজা অনুষ্ঠিত হয়। বোমাংগ্রী (রাজা) উচপ্রু নেতৃত্বে পূজারীগণ এক সাথে সমাবেত হয়ে নদী পূজায় অংশগ্রহন করেন।
মারমাদের নতুন বছর সাংগ্রাইং আগমনের পর পর নদী পূজা শুরু হয়। তখনকার দিনে বান্দরবান ছিল গভির ঘন জঙ্গল ও বড় গাছ পালা ভরপুর। অশুভ আত্মার দারা এলাকা লোকেদের ক্ষতি সাধিত হত। সেই অশুভ শক্তির হাত থেকে বাচঁতে এলাকার লোকেরা সৎ দেবতাদের পূজা করত, যাতে অশুব শক্তিকে এলাকা থেকে বিতারিত করা হয়। তখন থেকে এই পূজা প্রচলিত প্রথা হিসেবে চলে আসছে। কলা, নারিকেল, মুড়ি,বিস্কুট ,ভাত ও ফুল দিয়ে বান্দরবানে চারটি স্থানে দেবতাদের পুজা করা হয়।
Leave a Reply