বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক,
আগামী বছর অষ্টম শ্রেণির অন্যান্য বিষয়ের সঙ্গে পাঠ্য বইয়ে কারিগরি শিক্ষার বিষয় অন্তর্ভূক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর হতে অষ্টম শ্রেণিতে শারীরিক শিক্ষা, ক্রীড়া, কালচার, নৃত্য ও কলা বিষয়ের মত কারিগারি শিক্ষার বিষয় অন্তর্ভূক্ত করা হবে। তবে এসব বিষয় পাবলিক পরীক্ষায় বাধ্যতামূলক থাকবে না, শ্রেণী পরীক্ষায় বাধ্যতামূলক থাকবে।’
অফিস সহায়ক নিয়োগের সার্কুলারে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা শিক্ষার্থীরা আবেদন করে মন্তব্য করে তিনি বলেন, ‘এর অন্যতম কারণ হল কর্মমুখী শিক্ষার অভাব। যে শিক্ষা বাস্তাবজীবনে প্রয়োগ করা যায় না, সে শিক্ষা অর্থহীন; তা অত্যন্ত ভয়াবহ অবস্থার সৃষ্টি করে।’
কারিগরি শিক্ষার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার মাধ্যমে নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আমাদের সন্তানেরা কর্ম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’
তবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের অভাব একটা বড় সমস্যা বলেও মনে করেন মন্ত্রী।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।
Leave a Reply