শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন
রিমন পালিত , স্টাফ রিপোর্টারঃ
“সোনার বাংলার মুজিববর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ জনুয়ারি বৃহস্পতিবার সকালে বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা পরিষদ ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজসেবার আহ্বায়ক কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অডিটোরিয়াম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা , বান্দরবান সমাজসেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ সফিকুল ইসলাম, রোয়াংছড়ি সমাজসেবা উপজেলা কর্মকর্তা বরুণচন্দ্র দে, বান্দরবান সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী রিসোর্ট শিক্ষক সত্যজিৎ মজুমদার সহ আরো অনেকে।
পরিশেষে বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ৩৭৪ জন শিক্ষার্থীর মাঝে ৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এছাড়াও একই ধারাবাহিকতায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়েও এই দিবস পালন করা হয়।
Leave a Reply