শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বান্দরবানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোহাম্মদ শাহিন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, এই সময় অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু মারমা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, তামাক প্রত্যেক দেশ জাতি গোষ্ঠীর জন্য ক্ষতিকারক একটি বস্তু। আর তামাকের কারণে ধ্বংস হয় একটি পরিবার, যার কারনে আস্তে আস্তে খারাপের দিকে ধাবিত হয় নতুন প্রজন্মের সকল তরুণরা। নতুন প্রজন্মের সকলকে যদি আমরা এ তামাক থেকে মুক্ত রাখতে পারি তাহলে তারা একদিন দেশের উন্নয়নের চাবিকাঠি হিসেবে হাল ধরবে। কিন্তু প্রতিনিয়ত নানা রকম মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। এর জন্য প্রত্যেক অভিভাবক এবং ছেলে মেয়েদের কে সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন। পরিবারের অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে ছেলেমেয়েরা পড়ালেখার ফাঁকে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে। বান্দরবানের অধিকাংশ ফসলি জমিতে বর্তমানে এই ক্ষতিকারক পরিবেশ দূষণকারী তামাক চাষ হচ্ছে। যার জন্য আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে ফসলি সব উর্বর জমি।
তামাক কোম্পানিগুলো অগ্রিম টাকা দিয়ে তাদেরকে এই চাষে আগ্রহী করে তুলছে। আর এই তামাক পূরণের জন্য আশেপাশের প্রত্যেকটি এলাকার মানুষজন শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হন।
তাই পরিবেশ ও সমাজকে বাঁচাতে হলে আমাদের সকলকে সচেতন মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। কৃষকদের তামাক চাষের পরিবর্তে অন্যান্য লাভজনক ফসল চাষাবাদের জন্য আগ্রহ তৈরি করতে হবে আর এই জন্য পরিবেশবিদরা সকল কৃষি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। তারা আশা করেন সকলের সহযোগিতা ও চেষ্টা অব্যাহত থাকলে বান্দরবানের জনসাধারণকে এই ভয়াবহ বিষাক্ত কর তামাকের ছোবল থেকে রক্ষা করা যাবে।
Leave a Reply