শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন
মংছিংপ্রু মার্মা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি আজ শুক্রবার (৮ জুন) বান্দরবানের লামা উপজেলায় সরকারি সফরে আসছেন। এক দিন ব্যাপী সরকারি সফরে তিনি লামা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিদর্শন, অনুদান, সোলার প্যানেল ও চাল বিতরণ করবেন।
লামা উপজেলা প্রশাসন কার্যালয় থেকে জানিয়েছেন, এইদিন সকালে প্রতিমন্ত্রী উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্দা পাড়ায় গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা এর প্রব্যজ্জ্যা অনুষ্ঠানে যোগদান শেষে লামা পৌরসভার মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসভায় অংশগ্রহন করবেন। এসময় লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম সভাপতিত্বে জনসভায় উপস্থিত থাকবেন বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকের হোসেন মজুমদার, লামা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমিসহ প্রমুখ। সভা শেষে পৌরসভা উদ্যোগে ৩হাজার ৮১জন অসহায় স্বল্প আয়ের মানুষের মাঝে প্রত্যেককে ১০কেজি করে ভিজিএফ’র চাল ও বিভিন্ন ধর্মীয়-সামজিক প্রতিষ্ঠানকে ১৪টি সোলার প্যানেল বিতরণ করবেন। এরপর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে তত্ববধানে নির্মিত মাতামুহুরী ডিগ্রী কলেজের কনফারেন্স রুম, শহীদ মিনার, বাউন্ডারী ওয়াল ও ছাত্রী হোস্টেলের মোট ৪ প্রকল্পের প্রায় ১কোটি ৫০লক্ষ টাকার কাজে উদ্বোধন করবেন তিনি। পরে মাতামুহুরী নদীর মেরাখোলা পয়েন্টে সদ্য নির্মিত ব্রিজ পরিদর্শন শেষে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করবেন।
শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পৌরসভায় স্থাপিত সোলার স্ট্রিট লাইট উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
Leave a Reply