বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। এই দিনে জাতীর পিতা বঙ্গবন্ধু এবং তার সহপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঘাটক দাললরা। আজ ও বাংলার মানুষ কাদে এই দিনে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
তাই এই দিনটিকে ঘিরে বিভিন্ন নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস। আজ বৃহস্পতিবার ভোরে বান্দরবান মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, , সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মারমা , বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপ-পরিচালক, অংচালু , পৌর মেয়র ইসলাম বেবী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আ”লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীর অংশ নেয়।
দুপুর ১১ টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, দুপুরে গণভোজ অনুষ্ঠিত হয়। বিকালে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠানে দিয়ে দিবসটি শেষ করা হবে।
Leave a Reply