হিল্লোল দত্ত,আলীকদমঃ
দ্বিতীয় দফায় অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আলীকদম উপজেলার বিজয়ী চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যানের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৮মার্চ) তাদের নাম, ঠিকানাসহ নির্বাচিত উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের এই গেজেট প্রকাশ করা হয়। সদ্য সমাপ্ত আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন দোয়াত কলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের কফিল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে শিরিনা আক্তার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ঐ দিন আলীকদম সহ বান্দরবানের ৭ উপজেলা চেয়ারম্যান ও ১৪ জন পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। উল্লেখ্য উপজেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করবেন।
Leave a Reply