রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
হিল্লোল দত্ত; আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফারপাড়া বাজারে অগ্নি নির্বাপণ ও অগ্নিকান্ডে দূর্ঘটনায় করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহড়া হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের রেফারপাড়া বাজারের প্রবেশ মুখের রাস্তায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মহড়ায় নেতৃত্ব দেন আলীকদম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন ম্যানেজার মংহ্লানু মার্মা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার ও জ্বালানী তেল অকটেন-পেট্রোল থেকে অগ্নিকাণ্ড হলে কিভাবে তা নির্বাপণ করতে হবে বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে তা বোঝানো ও দেখানো হয়।
এছাড়াও অগ্নিকান্ডের সময় নিজেদের জানমাল রক্ষায় করণীয় সম্পর্কে বিভিন্ন কৌশল স্থানীয় জনসাধারনকে দেখানো হয়।
এসময় মহড়ায় বাজারে আসা রেফারপাড়ার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক জনসাধারন উপস্থিত ছিলেন।
Leave a Reply