হিল্লোল দত্ত,আলীকদমঃ
বান্দরবানের আলীকদমে আন্তঃবিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্ণামেন্ট শুরু হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টায় আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আন্তঃবিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবাল।
ইউএনডিপির এসআইডি-সিএইচটি প্রকল্প ও বিএনকেএস এর সহযোগিতায় এবং লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম এই টুর্নামেন্টের আয়োজন করে।
আলীকদম আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে ৪-২ গোলে পরাজিত করে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা দল এবং চৈক্ষ্যং আর্দশ উচ্চ বিদ্যালয়ের বালক দলকে ১-০ গোলে পরাজিত করে আবাসিক উচ্চ বিদ্যালয় বালক দল বিজয়ী হয়।
আন্তঃফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ, লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরামের সভাপতি ও ৩নং নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা, ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান, ১নং আলীকদম সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুবিন, আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমদ ও এসআইডি-সিএইচটি প্রকল্পের আলীকদম উপজেলা প্রকল্প অফিসার উইলিয়াম মার্মাসহ ক্রীড়াপ্রেমী শতশত দর্শক।
উল্লেখ্য, অনুষ্ঠিত আন্তঃফুটবল টুর্ণামেন্টে আলীকদম উপজেলা থেকে ৯টি উচ্চ বিদ্যালয়ের ৯টি দল অংশগ্রহণ করছে।
Leave a Reply