বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন
হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৯শে মার্চ শুক্রবার বিকালে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রেন্ড’স ক্লাব অফ আলীকদম এর উদ্দ্যেগে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন এম এ।
টুর্ণামেন্ট পরিচালনা কমিঠির আহবায়ক ও আলীকদম ১নং সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি নাছির উদ্দিন বিএ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ধুংড়ি মং মার্মা, সহ-সভাপতি সমরঞ্জন বড়–য়া, ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফুগ্যো মার্মা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এনুছা মার্মা, মহিলা আওয়ামীলীগের নেত্রী ইয়াছমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম সহ শতশত ক্রীড়াপ্রেমী দর্শক।
এদিকে টুর্ণামেন্টে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়ন থেকে মোট ১৫টি দল অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় নকআউট পর্বের প্রথম ম্যাচে পানবাজার মোটর সাইকেল সমিতি ৩-০ গোলে ভরিরমুখ রাইজিং স্টার কøাবকে হারিয়ে দেয়। খেলায় অসাধারন নৈপূন্য দেখিয়ে ৩ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পায় পানবাজার মোটর সাইকেল সমিতির স্ট্রাইকার মোঃ রিগান।
Leave a Reply