হিল্লোল দত্ত, আলীকদমঃ
বান্দরবানের আলীকদম উপজেলার আমতলীর আশ্রয়ন প্রকল্পে আগুন লেগে পুড়ে গেছে ৫টি ঘর।
আজ শনিবার বিকাল ৩টায় সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী পাড়ার আশ্রয়ন প্রকল্পে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক আলীকদম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা বলেন, আজ শনিবার বিকাল ৩টার সময় রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সুত্রপাত হয় বলে আমাদের ধারনা এই সময় একে একে পুড়ে যায় ৫টি ঘর।আমাদের ঘর বাড়ি না থাকায় আশ্রয়ন প্রকল্পে বসবাস করছি,দিনমজুরি করে যা যুগিয়েছিলাম তার ছিটে ফোটাও আর রইলো না,আগুন লেগে সব শেষ হয়ে গেছে। আমরা এখন পুরোপুরি নিঃস্ব।এই অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় নেই।
Leave a Reply