রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন
হিল্লোল দত্ত; আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে “আন্তর্জাতিক নারী দিবস” পালিত হয়েছে।“সবাই মিলে ভাবো,নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে নানা কর্মসূচির আয়োজন করে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন পথ প্রদক্ষিন করে। র্যালী শেষে প্রধান অতিথি ফিতা কেটে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে শুরু হয় আলোচনা সভা।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসকান্দর নূরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজিমুল হায়দার।আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনছুর রহমান,৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মুরুং,উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ,ইউএন- ডিপির উপজেলা কোঅর্ডিনেটর উইলিয়াম মার্মা সহ প্রশাসনের কর্মচারী,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার শতশত নারী-পুরুষ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজিমুল হায়দার বলেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর ভূমিকা অপরিসীম।সকলকে বুঝাতে হবে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ করতে না পারলে দেশ উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়বে।পুরুষদের পাশাপাশি নারীরা স্বাবলম্বী হলে দেশ স্বল্প সময়ের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হবে। দেশ ও দশের উন্নয়নের কথা মাথায় রেখে নারী কল্যান ও অগ্রগতির জন্য কাজ করতে হবে।এ সময় তিনি নারীদের সকল কাজে তাদের পাশে থেকে উৎসাহ দেয়ার অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
Leave a Reply