শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
মোঃ শাহ আলম;আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে পঞ্চম উপজেলা নির্বাচনে ৩টি পদে গতকাল সোমবার ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন দলীয়ভাবে এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো ও আওয়ামীলীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কফিল উদ্দিন বিএসসি, সজিম কামাল ও রংক্লাং মুরুং মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, আওয়ামী লীগ নেত্রী ব্যরী মার্মা ও এনুচা মার্মা মনোনয়নপত্র দাখিল করেছেন।
Leave a Reply