হিল্লোল দত্ত,আলীকদমঃ
তিন পার্বত্য জেলা থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা কতৃক গত ২৭ ফেব্রুয়ারী মহান জাতীয় সংসদে “বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য বাঙ্গালীদের” বিরুদ্ধে এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে সাম্প্রদায়িক, মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে পাহাড়ী-বাঙ্গালী সম্মিলিত ঐক্য পরিষদ।
আজ রোববার ৩রা মার্চ আলীকদম প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে জনসম্মুখে স্মারকলিপি বক্তব্য আকারে পড়ে শোনান ইয়ংলক মুরং।
মানববন্ধন শেষে বাসন্তী চাকমার কুশপুত্তলিকায় জুতা পিটা ও অগ্নিসংযোগ করা হয়।এ সময় স্থানীয় পাহাড়ী বাঙ্গালী একযোগে বাসন্তী চাকমাকে সংসদ পদ থেকে অপসারণের দাবী জানান।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
Leave a Reply