হিল্লোল দত্ত,আলীকদমঃ
বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের একটি পুকুর থেকে মংমং মার্মা(৩৭) নামের এক দপ্তরী কাম নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে আলীকদম থানা পুলিশ। শনিবার সকালে সদর ইউনিয়নের ছাবের মিয়া পাড়ার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মংমং মার্মা নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুংড়ি হেডম্যান পাড়ার বাসিন্দা উসিলা মার্মার ছেলে ও আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী।
সুত্র জানায় ,সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছাবের মিয়া পাড়ার ছৈয়দুর রহমানের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়,পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে মাতাল অবস্থায় নিজের গলায় নিজে ছুরি দিয়ে আঘাত করে মংমং মার্মা। পরিবারের লোকজন তাকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার রেফার করে। কিন্তু কক্সবাজার নিয়ে যাওয়ার আগেই পরিবারের লোকজনকে না জানিয়ে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এঘটনার একদিন পরেই আজ শনিবার সকালে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।
দপ্তরী কাম নৈশপ্রহরী মংমং মার্মার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে যার মামলা নং-৬, তারিখ ২১/০৯/১৯। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply