হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে পুলিশ অভিযান চালিয়ে ৪২ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার রাত ৮ টার সময় আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব পালং পাড়ায় অভিযান চালিয়ে আব্দুর রহমান সর্দারের দোকানের সামনে থেকে ৪২ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আলীকদম থানা অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করে। এসময় ৪২ পিচ ইয়াবাসহ মোঃ বদি আলম(১৯) নামে ১ জনকে আটক করা হয়।আটককৃত আসামী মোঃ বদি আলম সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর আমতলী পাড়ার বাসিন্দা সোনা মিয়ার পুত্র।
এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ বলেন,আটককৃত আসামীর বিরুদ্ধে চলমান মাদক বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply