শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন
হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষক সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ২ বছরের মেয়াদে শিক্ষকদের প্রতিনিধিত্ব করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে ১২৮ জন ভোটারের মধ্যে ৮৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গননার পর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো: নাজিম উদ্দিন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন। নির্বাচনে প্রার্থী ধুংথোয়াইমং মার্মা ৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আলমগীর পেয়েছেন ৩২ ভোট এবং সাধারন সম্পাদক পদে উচাচিং মার্মা ও সাংগঠনিক সম্পাদক পদে সুলতান মাহামুদ মাসুম একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মো: নাজিম উদ্দিন বলেন, সহকারী শিক্ষক সমিতি পূর্ণাঙ্গ কমিঠি গঠনের নিমিত্তে সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদের জন্য তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাকী দুইটি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একক প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি,সম্পাদককে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি থেকে অনুমোদন নেওয়ার জন্য বলা হয়েছে।
Leave a Reply