হিল্লোল দত্ত,আলীকদমঃ
বান্দরবানের আলীকদমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার।
এ ছাড়া আলীকদম থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় প্যারেড মঞ্চ থেকে শান্তির পায়রা উড়ানো হয়।এরপর আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট দল ও বিভিন্ন শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিমুল হায়দার ও আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ প্যারেড মঞ্চে দাড়িয়ে প্যারেডদের কাছ থেকে সালাম গ্রহন করেন।
অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসাইন,প্রাথমিক শিক্ষা অফিসার ইসকান্দর নূরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরীসহ সাংবাদিক,কর্মচারী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ডিসপ্লে,যেমন খুশি তেমন সাজ ও শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এবং স্বাধীনতা দিবসে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করা বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও স্থানীয়দের অংশগ্রহনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
Leave a Reply