রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধিঃ
আলীকদমে যথাযোগ্য মর্যাদায় (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্বরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাঁজ, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, আলীকদম থানা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, আলীকদম প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী জানান।
মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকীব উদ্দিন,ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, আলীকদম থানার তদন্ত (ওসি) মোঃ মনির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা গুলজার হোসেন, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমুখসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
দুপর ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড দেওয়ার মাধ্যমে উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply