আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবান আলীকদম উপজেলা নির্মাণাধীন সড়কে কাজে নিয়োজিত শাহেদ মিয়া (২৮) নামের এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতের পিতার নাম লেদু মিয়া এবং দেশের বাড়ি বাইন্নাছড়া হারবাঙ্গে বলে জানা গেছে।
নিহত শাহেদ মিয়া আলীকদম পান বাজার টু কলার ঝিরি রাস্তার নির্মাণ কাজে যৌথটিকাদার এম.কপিল উদ্দীন,মোঃ নাছির ও বক্করের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নির্মাণাধীন রাস্তায় একটি ল্যান্ড ক্রুজার ধুনাভর্তি পিকআপ ভ্যানকে সাইট দিতে বলে সেসময়ে পিকআপটি সাইট দেওয়া মাত্র ল্যান্ড ক্রুজারটি ডান-বাম না দেখে টান দিলে নির্মাণ শ্রমিকটি নিজেকে সরানোর সুযোগ না পেয়ে ল্যান্ড ক্রুজারটি তলে পড়ে যায়। এবং ল্যান্ড ক্রুজারটি তাকেসহ পাশের ভুট্টা ক্ষেতে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এবং এই ঘটনায় নিহত শাহেদসহ আরেও এক জন আহত হয়েছে ।
এদিকে আলীকদম উপজেলা অফিসার ইনচার্য রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন নিহতকে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাটালে পাঠানো হয়েছে।
Leave a Reply