বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে শেখ রাসেল স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনালে নয়াপাড়া জুনিয়র একাদশ ১-০ গোলে এ কে ডিফেন্ডিং একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার বিকেল ৪টায় আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টূর্ণামেন্টে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে.কর্ণেল সাইফ শামীম পিএসসি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা।
এসময় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দুংড়িমং মার্মা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমররঞ্জন বড়ুয়া, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্যো মার্মা, কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো। খেলায় বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও শত শত ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলার পুরস্কার বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল সাইফ শামীম পিএসসি বলেন, যুবকরা এ দেশের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে মাদক সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। আমি চাইনা আমার ছেলেরা মাদকের সাথে জড়িয়ে পড়ে সমাজকে কলুষিত করুক এবং পরিবারকে বিপদে ফেলুক। মাদক নির্মূলে সবাইকে একতাবদ্ধ হতে হবে। যেখানেই মাদক সংশ্লিষ্ট কিছু পাবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। আমি মাদকের সাথে সংশ্লিষ্ট শিখর পর্যন্ত উপড়ে ফেলবো, শুধু সর্বদা সর্বাতœক ভাবে আমাকে সহযোগীতা করবেন। বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যানে সর্বদা নিরলশভাবে কাজ করে যাচ্ছে। তাই জনসাধারনের উচিত এসব সমাজ বিরোধী কর্মকান্ডে যারা জড়িত তাদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সেনাবহিনীকে সাহায্য করা।
Leave a Reply