বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন
হিল্লোল দত্ত, আলীকদমঃ
বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সজীব কামালকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
গত বুধবার (১৩ই মার্চ) উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত পত্রে এ অব্যহতি দেওয়া হয়। অব্যহতি পাওয়া সজীব কামাল ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন।
অব্যহতি পত্রে মোঃ সজীব কামালের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ও নিয়মনীতির তোয়াক্কা না করে সংগঠনের স্বার্থ হানিকর কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা ও ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর পরাজয়ের ষড়যন্ত্রে লিপÍ থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভরঞ্জন বড়–য়া বলেন,মোঃ সজীব কামালকে এর আগেও কয়েকবার মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে,কিন্তু সে আমাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছেমত সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপর বিরুপ প্রভাব ফেলেছে এবং বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের জনসভার মঞ্চে দাড়িয়ে প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিজয় ঠেকানোর জন্য বক্তব্য দেওয়ায় সংগঠনের নেতৃত্ব ও পদে থাকার যোগ্যতা হারিয়েছে। তাই জেলা নেতৃবৃন্দের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অব্যহতি পাওয়া নেতা সজীব কামালের মুঠোফোনে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।
Leave a Reply