হিল্লোল দত্ত,আলীকদমঃ
বান্দরবানের আলীকদমে পূর্ব নির্ধারিত ঘোষনা ছাড়াই আজ শুক্রবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ও মালিক সমিতি।
সরেজমিনে জানা যায়, আজ শুক্রবার (১২ ই এপ্রিল) থেকে জনসাধারনের ভোগান্তি কমাতে আলীকদম থেকে লামা-চকরিয়া হয়ে সরাসরি চট্রগ্রাম পর্যন্ত বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস উদ্বোধনের কথা ছিল।কিন্তু বিআরটিসির বাস সার্ভিস চালু না হতেই লামা- আলীকদমে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ও মালিক সমিতি।
অতর্কিত এই কর্মবিরতির কারনে চরম ভোগান্তিতে লামা আলীকদমের ৩ লক্ষাধিক জন-সাধারণ। পহেলা বৈশাখ বা সাংগ্রাই উৎসবের পূর্ব মূহুর্তে ডাকা ধর্মঘটে কষ্ট পাচ্ছে নৃ-গোষ্ঠী লোকজন। ঝুঁকি নিয়ে মোটর সাইকেল ও সিএনজিতে চলাচল করছে যাত্রীরা।
এদিকে স্থানীয়দের অভিযোগ,লামা-আলীকদম- চকরিয়া সড়কে বাস ও জীপ মালিক সমিতি তাদের মন মর্জি মত ভাড়া আদায় করছে।তাছাড়া ইচ্ছেমত ভাড়া বাড়ানো, যত্রতত্র জায়গা থেকে যাত্রী উঠানামা করানো, ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীবহন করে যার কারনে আমাদের কষ্টে পড়তে হয়।জনসাধারনের দূর্ভোগ লাঘবে যদি অন্য কোন স্পেশাল পরিবহন যাত্রা শুরু করতে চাই তখনি তারা বিভিন্ন অজুহাতে লাগাতার কর্মসূচির ডাক দেয়।
আলীকদম, লামা, চকরিয়া সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জামশেদ উদ্দিন ও সড়ক পরিবহন শ্রমিক সমিতির সাধারন সম্পাদক রফিক উদ্দিন বলেন, যাত্রীদের সেবার সুবিধার্তে ইতিমধ্যে আমরা ঢাকাগামী কোচ চালু করেছি। বর্তমানে চট্টগ্রামগামী কোচ চালুর পরিকল্পনা চলছে। এরই মধ্যে আমাদেরকে না জানিয়ে বিআরটিসি বাস চালুর উদ্যোগ নিয়েছে যা খুব দুঃখজনক। আমাদের সাথে সমন্বয় করা হলে কোনো সমস্যা ছিলো না।
এ বিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার বলেন,পরিবহন শ্রমিক ও মালিক সমিতির কার্যালয় লামা আলীকদমে না হওয়াতে একটু বিলম্ব হচ্ছে। চকরিয়া ও লামা উপজেলা নির্বাহী অফিসারসহ চকরিয়ায় শ্রমিক নেতাদের সাথে আলোচনা চলছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
Leave a Reply