রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ অপরাহ্ন
হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো: নাজিমুল হায়দারের সভাপতিত্বে আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসাইন ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসকান্দর নূরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনছুর রহমান, পার্বত্যমন্ত্রীর উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন বিএ, চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রশাসনের কর্মচারীবৃন্দ ও জনসাধারন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজিমুল হায়দার বলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমি দেখিনি। আমি ঐ সময়কার রোমহর্ষক ঘটঁনা সম্পর্কে জানতে পেরেছি আমার পরিবারে থাকা মুক্তিযোদ্ধা বাবার কাছ থেকে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ এই দিনে পাকিস্তানী হানাদাররা এ দেশের মানুষের উপর রাতের আধাঁরে ঝাপিয়ে পড়ে গনহত্যা চালিয়েছে। এ দেশের লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত কেড়ে নিয়ে তাদের হত্যা করেছে। রাতের আধাঁরে পাড়ায় পাড়ায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে পুরো গ্রাম। অসহায় নিরস্ত্র মানুষকে টেনে হিচড়ে ঘরের বাইরে বের করে এনে লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ার করে মেরে সবাইকে এক গর্তে ফেলে মাটি চাপা দিয়েছিল। দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছি। তাই স্বাধীনতার এই অর্জনকে আমরা বুকের ভিতর লালন করবো এবং দেশকে এগিয়ে নিয়ে যাবো সম্মানের সাথে।
Leave a Reply