বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন
মোঃ শাহ আলম; আলীকদম প্রতিনিধিঃ
দেশ ব্যাপি চলমান মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে আলীকদম থানা পুলিশ মঙ্গলবার (২৬তারিখ) সকাল ৮:৩০ ঘটিকা ও সন্ধ্যা সাত ঘটিকায় ২০ পিস ইয়াবা এবং ৩০ বোতল মদ সহ ২ ব্যক্তিকে আটক করেছে ।
আটককৃত ব্যক্তিরা হলেন- এহছান উল-হক(২৮) এবং রুপন কান্তি দে (৩৫)।
পুলিশ সূত্র জানা যায়, এহছান উল-হক আলীকদম ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শামসুদ্দিন আহম্মদের ছেলে। তাকে আলীকদম থানা এ,এস,আই আব্দুল খালেক,এ,এস,আই, মিল্টন ও এ,এস,আই শামিম গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়য়ে তার বাসা থেকে ২০ পিস ইয়াবাসহ আটক করে।
অন্যদিকে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ফকির হাটখোলা নাপিত পাড়ার মৃত ননি কান্তি দে’র ছেলে রুপন কান্তি দে (৩৫) একই দিন সন্ধ্যায় আনুমানিক ৭টায় আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর এবং এসআই আব্দুল খালেক এর নের্তৃত্বে একটি পুলিশ দল আলীকদম- মাতামুহুরী ব্রীজের উপর থেকে তাকে গোপন তথ্যের ভিত্তিতে ৩০ বোতল দেশিয় মদসহ আটক করেন।
আটককৃত ব্যাক্তিদের বিষয়ে জানতে চাইলে আলীকদম থানার সেকেন্ড অফিসার্স এস আই আজমগীর বলেন আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান দুটি চালিয়ে উক্ত ২ ব্যাক্তিকে আটক করেছি। তাদের বিরুদ্ধে ১৯৯০ সানের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ) ধারায় মামলা হয়েছে। আটককৃত ব্যক্তির বিষয়ে আমাদের কাছে পূর্ব থেকেই তথ্য ছিল। কিন্তু সুনির্দিষ্ট প্রমানের অভাবে তাদেরকে আটক করা যায়নি।
Leave a Reply