সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:৫২ পূর্বাহ্ন
মোঃ শাহ আলম, আলীকদম উপজেলা প্রতিনিধি:
বিশ্বায়নে জনসংখ্যা-চ্যালেঞ্জ ও পরিকল্পিত পরিবারের সুবিধাসমূহের ব্যাপারে জনগণের সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসটি পালনের লক্ষ্য। নিরাপদ, স্বেচ্ছাসেবী পরিবার পরিকল্পনার লক্ষ্য নিয়ে দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’
দিবসটি পালনে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি উদ্যেগ নিয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। এছাড়াও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে দিবসটিকে সাধারণ মানুষের মাঝে পৌচ্ছে দিচ্ছে প্রচারের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন ভুমিকার সম্পর্কে অনুষ্ঠানের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে।
আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালনের লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দারের সভাপ্রতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন, জনাব আবুল কালাম উপজেলা পরিষদ চেয়ারম্যান, আলীকদম। বিশেষ অথিতি ছিলেন ২নং ও ৩নং আলীকদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ফেরদৌস রহমান ও ফোগ্য মার্মা।
আলোচনা সভা উত্তর আলীকদম উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত কর্মচারীদের বিশেষ সম্মান সূচক ক্রেস প্রদান করা হয়।
বিশ্বে জনসংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। জনবিস্ফোরণ হাত থেকে বিশ্বকে রক্ষার তাগিদে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরী মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply