হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর জনসচেতনতামূলক কার্যক্রম চোখে পড়ার মত। করোনা ভাইরাস প্রতিরোধ ও বিস্তার রোধে উপজেলার বিভিন্ন জায়গায় প্রতিদিন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনাজোন। সেনাবাহিনীর টহল জোরদার করার পর থেকে সন্ধ্যা ৬ টার পর থেকে রাস্তাঘাট ও বাজার পুরো ফাকা হয়ে পড়ে।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল এগারোটায় আলীকদম সেনাজোনের জোন জেসিও মো: ইকরামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়। তার পাশাপাশি জনসাধারনের নিরাপত্তা বিবেচনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বাজারে জনসমাগম ঠেকানোসহ বিভিন্ন কার্যক্রম নিরলসভাবে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনাজোন।
এসময় জরুরী প্রয়োজন ছাড়া যাত্রীবাহি সব ধরনের যানবাহন চলাচলেও বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। মটরসাইকেল চালকদের হেলমেট পরিধানেও সতর্ক করতে দেখা যায়।
Leave a Reply