সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি:
বান্দরবান রোয়াংছড়িতে গ্রাম সংরক্ষিত বনায়ন VCF আওতায় UNDP -র উদ্যোগে দরিদ্র বিমোচনে ৪টি VCF এর অন্তর্ভুক্ত মহিলা উপকার ভোগীদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৮ই আগস্ট সকাল ১০ টায় UNDP জেলা ম্যানেজার, খুসিরায় ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যসাপ্রু মারমা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
আরও উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল আলম, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, এমপি প্রতিনিধি নাইতং বুইতিং, বান্দরবান অগ্রণী ব্যাংক ম্যানেজার বিজয় বড়ুয়া ও ইউএনডিপি’র সকল কর্মকর্তা-কর্মীবৃন্দ সহ ৪টি VCF এর অন্তর্ভুক্ত উপকার ভোগীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে UNDP -র উদ্যোগে ৪টি VCF এর অন্তর্ভুক্ত ১৯৩ জন মহিলা উপকার ভোগীদেরকে জন প্রতি ৭ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়।
Leave a Reply