শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:১৫ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন রাঙ্গামাটিঃ
পার্বত্য জেলা পরিষদের আওয়তায় তিন পার্বত্য জেলায় ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রকল্পের সহায়তায় স্থাপিত ২১০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও বিদ্যালয়গুলোর শিক্ষকগণের চাকুরী জাতীয়করণের গেজেট প্রকাশ করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে তিন পার্বত্য জেলার কর্মরত বিদ্যালয়গুলোর শিক্ষকগণ।
আজ ৮ জুন শনিবার দুপুরে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ইউএনডিপি-সিএইচটিডিবি’র পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকদের এডহক কমিটি এই সংবাদ সম্মেলনটি করেন।
এসময় বক্তব্য রাখেন, তিন পার্বত্য জেলার ইউএনডিপি-সিএইচটিডিবি’র পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকদের এডহক কমিটির আহবায়ক অরুন কুমার তংচঙ্গ্যা, সদস্য সচিব প্রশান্ত ত্রিপুরা, সদস্য উচহাই মারমা ও সুতিল কুমার তংচঙ্গ্যা প্রমুখ।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, বিগত ২০১৭ সালে ২০ ফেব্রুয়ারী পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদের আওতায় ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রকল্পের সহায়তায় স্থাপিত ২১০টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও বিদ্যালয়গুলো জাতীয়করণের প্রায় ২ বছরের অধিক সময় অতিবাহিত হলেও এইসব বিদ্যালয়ে কর্মরত ৮৪০ জন শিক্ষকদের চাকুরী এখনো পর্যন্ত জাতীয়করণের করা হয়নি।
তাই জাতীয়করণকৃত তিন পার্বত্য জেলা পরিষদের আওতায় ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রকল্পের সহায়তায় স্থাপিত ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের চাকুরী জাতীয়করণের গেজেট প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান শিক্ষকগণ।
Leave a Reply