রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
মংছিংপ্রু, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানে লামায় ১নং গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা “ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল” পদক পেলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) থেকে। ২০১৬-১৭ অর্থ বছরে ৮টি বিভাগের লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এ অসাধারন দক্ষতা জন্য সমগ্র বাংলাদেশ থেকে ৯২জন ইউপি চেয়ারম্যানকে এ সম্মাননা পদক প্রদান করা হয়েছে। শুক্রবার (৪রা মে) ঢাকা বিজয় নগরে অবস্থিত হোটেল ফার্স এর মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ।
বিইউপিএফ এর সভাপতি মাহবুবুর রহমান টুলু সভাপতিত্বের পদক ও ইউনিয়ন পরিষদ ফোরামের আজীবন সদস্য সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপচার্য্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কুড়িগ্রাম ৪ আসনে সংসদ সদস্য মো. রুহুল আমিন, দৈনিক সমকালে উপ-সম্পাদক আবু সায়েদ খান, জারনালিষ্ট ট্রেইনিং এন্ড রিসার্চ ইনষ্টিটিউটে প্রধান নির্বাহী ও গণ মাধ্যম ব্যক্তিত্য জামিল আহম্মেদ ও দৈনিক নবচেতনা সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামে কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন জানিয়েছেন, সমগ্র বাংলাদেশের ৪হাজার ৫শত ৫৩টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরে ৮টি বিভাগের কিছু সংখ্যক ইউনিয়ন পরিষদ লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এ দক্ষতা ভিত্তিক অনুদানের জন্য মনোনীত হয়েছেন। পরে অডিট রিপোর্ট ও অন্যান্য বিষয়ে সর্বোচ্চ স্কোর প্রাপ্ত ৯২জন ইউপি চেয়ারম্যানকে এ পদক দেওয়া হয়েছে।
এর আগে ইউনিয়নে সামাজিক কর্মকান্ড ও উন্নয়নমূলক কাজের মূল্যায়ন হিসেবে ২০১৫-১৬ অর্থ বছরে জন্য ৩ পার্বত্য জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয় বাথোয়াইচিং। স্বীকৃতি হিসেবে সরকারী অর্থায়নে ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে ২০১৬ সালে ২৪ অক্টোবর থেকে ১০ দিনের জন্য ভারত ও মালেশিয়া দেশ সফরে পাঠান স্থানীয় সরকার বিভাগ।
Leave a Reply