মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা ও পাাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা মঙ্গলবার এক সংবাদ মাধ্যমে বিবৃতিতে চট্টগ্রাম ডিবি পুলিশ আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সোমবার রাত ২ টায় দিকে ডিবি পুলিশ বিনা ওয়ারেন্টে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সুকৃতি চাকমা, বন্দর থানা শাখার সভাপতি ক্লান্তময় চাকমা ও পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদককে অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়।
বিবৃতিতে তারা বলেন, দেশে কোন গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা তা আজ প্রশ্নবিদ্ধ। নভেম্বর’১৭ থেকে গত কয়েক মাসের মধ্যে ইউপিডিএফ-এর সংগঠক মিঠুন চাকমাসহ ৬ জন নেতা কর্মীকে হত্যা করেছে নব্য মূখোশ পন্থী ও সংস্কারপন্থী জেএসএসরা। দমন পীড়ন চালিয়ে যখন ইউপিডিএফ এর কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন নব্য মূখোশ বাহিনী গঠন করে সমতলের ক্রসফায়ার, হত্যা, খুন, গুম হত্যার রাজনীতি শুরু করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে আটক যুব ও ছাত্র নেতা সুকৃতি চাকমা, ক্লান্তময় চাকমা, জিকো চাকমার নিঃশর্ত মুক্তি, পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণ ও রোজনৈতিক নেতাকর্মীদের অন্যায় আটক-নির্যাতন বন্ধের দাবি জানান।
Leave a Reply