শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :
সৌদি আরবের বানিজ্যিক নগরী জেদ্দাস্থ ঈদগড় প্রবাসী মানব সেবা সোসাইটির নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় জেদ্দাস্থ নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক ইউছুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সাধারন সম্পাদক মোঃ জুনাইদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির উপদেষ্টা ও ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ আবুবক্কর ছিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আবুবক্কর ছিদ্দিক বলেন- অত্র সংগঠনটি এলাকায় মানব সেবায় নিয়োজিত আছেন দীর্ঘদিন থেকে। এ জন্য সংগঠনটির সকল সদস্যদের কাছে আমরা ঈদগড়বাসী কৃতজ্ঞ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগড় তালিমুল কোরআন মাদরাসার মুহতামিম জমির উদ্দীন কোনাপুরি, প্রচার সম্পাদক সাহাব উদ্দীন, অর্থ সম্পাদক আবু তাহের, উপদেষ্টা আবুল কাশেম, সাইফুল, নবী হোছেন, জয়নাল, ছৈয়দ হোচন, জয়নাল সহ আরো অনেকে।
এর পূর্বে গত সোমবার ঈদগড় সৌদি প্রবাসী মানব কল্যাণ পরিষদের নাম পরিবর্তন করে ঈদগড় প্রবাসী মানব সেবা সোসাইটি নামকরণ করা হয়।
Leave a Reply