শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন
মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি:
বান্দরবান রোয়াংছড়িতে তুলাছড়ি বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উঃ নাইন্দাসামি স্থবির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যথার্থ মর্যাদায় প্রস্তুতি চলছে। আগামী ২৯-৩০ নভেম্বর ২০১৮, (১৩৮০ মগাব্দ, ১৪২৫ বগাব্দ, ২৫৬২ বুদ্ধাব্দ) বৃহস্পতিবার ও শুক্রবার বর্ষীয়ান বৌদ্ধ ধর্মাগুরু, সমাজ হিতৈষী পরম পূজনীয় প্রয়াত উঃ নাইন্দাসামি স্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, পার্বত্য বৌদ্ধ সংঘ নিকায়ের সংঘরাজ ও রোয়াংছড়ি বৌদ্ধ বিহাধ্যক্ষ উঃ বিচারিন্দা মহাথের এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সহ পার্বত্য ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মাবলম্বীর নর-নারীগণ উপস্থিত থেকে পূণ্য শঞ্চয় করবে।
Leave a Reply