মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলার গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুন্যকান্তি ত্রিপুরা (৫৫) দীর্ঘ দুই বছরেও বেশী মরণব্যাধি ক্যান্সার নিয়ে মৃত্যু সাথে লড়াই করে অবশেষে পরপারে চলে গেলেন। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভাইস চেয়ারম্যান পুন্যকান্তি ত্রিপুরা। সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা থাকলেও ভারতে যাওয়ার সব প্রস্তুতি শেষে মরণব্যধি ক্যন্সার রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারিনি। অবশেষে মারা গেলেন ।
ভাইস চেয়ারম্যান পুন্যকান্তি ত্রিপুরার অকাল মৃত্যুতে গুইমারা উপজেলা চেয়ারম্যান উশৈপ্রæ মারমা উপজেলা পরিষদ পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply