নিজস্ব প্রতিবেদক, রোয়াংছড়ি :
বান্দরবান আসন্ন উপজেলা নির্বাচনে রোয়াংছড়িতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান দীর্ঘ ২৩ বছর রোয়াংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আপ্রুমে মারমা।
তিনি এরইমধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নির্বাচন কেন্দ্রীক মতবিনিময় শুরু করেছেন। তার এই প্রচারনায় এলাকার জনগণের মধ্যে ব্যাপক ভাবে সাড়া পড়েছে। দীর্ঘ ২৩ বছর প্রাণ পনে কাজ করে যাচ্ছেন রোয়াংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আপ্রুমে মারমা। বর্তমানে তিনি রোয়াংছড়ি ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার হিসেবে জনগণকে সাহায্য করে আসছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত, মাদক বিরোধী তৎপরতা আরো গতিশীল হবে এবং আওয়ামী লীগের আরো নারী নেতৃত্ব বৃৃদ্ধি পাবে বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সাধারন ভোটার।
আপ্রুমে মারমা ১৯৯৬ সালে রোয়াংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পদে দায়িত্ব পালন করেন।
আপ্রুমে মারমা বলেন, আমি নির্বাচিত হলে জনগনের জন্য ভাল কিছু করার সুযোগ পাব বলে মনে করি। মানুষের কল্যানে সব সময় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। জনগন আমাকে নির্বাচিত করলে স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
Leave a Reply