রবিবার, ২৬ Jun ২০২২, ০১:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলায় পুলিশের বিভিন্ন ইউনিটে মিশ্র ফলের গাছ রোপন কর্মসূচীতে, বালাঘাটায় পুলিশ লাইনে বৃক্ষরোপন করে শুভ উদ্ধোধন করলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শনিবার ১৯ মে সকাল ১০ ঘটিকার সময় বালাঘাটা পুলিশ লাইনে বৃক্ষরোপন করে শুভ উদ্ধোধন করলেন প্রতিমন্ত্রী। এসময় উপষ্ঠিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদারসহ বান্দরবানে কর্মরত পুলিশ কর্মকর্তাবৃন্দ।
বৃক্ষরোপন উদ্ধোধন কালে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, বান্দরবান পার্বত্য জেলায় প্রত্যেক পুলিশ ইউনিট বা ফারিতে মিশ্র ফলজ বৃক্ষ রোপন কর্মসূচী উদ্যোগ নিয়েছি। রাজশাহী থেকে ১লাখ টাকার মিশ্র ফলজ চারা এনেছি,আারো ত্রিশ হাজাার গাছ আনা হবে বিভিন্ন ফলজ নার্সারী থেকে।
যত পরিমাণ গাছ লাগাবো তত পরিমাণ অক্সিজের বৃদ্ধি পাবে। যতটুকু আমরা গাছ কাটি ততটুুকু গাছ রোাপন করিনা বলেই,পাহাড় ধ্বসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, গাছ ছারা মানুষের চলা সম্ভব নয়। একজন মেয়ে জন্মের পর থেকে একটি গাছ রোপন করলে, বিয়ের বয়সে গাছটির দাম অনেক বেড়ে যাবে, মেয়েকে বিয়ে দিতে আর সমস্যা থাকবে না। একটি গাছ জীবনে অনেক মূল্যবান সম্পদ, বিপদের বন্ধু। গাছ লাগালে,গাছ কাটতে হবে । তবে একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগাতে হবে।
একজন মানুষ বিশ্বাসভঙ্গ করতে পারে, তবে গাছ মানুষের সাথে বিশ্বাসভঙ্গ করে না। কারণ ঠিক সময়ে এসে মালিককে উপকার করবে।
শেষে প্রতিমন্ত্রী পুলিশ সুপার কে ১লাখ টাকা ঘোষনা করে চারা ক্রয়ের জন্য।
Leave a Reply