বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
আলীকদম প্রতিনিধিঃ
কক্সবাজার রামু কাউয়ার খোপ এলাকায় মাত্র একশ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জহিরুল ইসলাম বাহাদুর নামের এক যুবককে খুন করার পর আত্মগোপনে থাকা মামলার পলাতক আসামী মোহাম্মদ জোবায়েরকে দীর্ঘ এক বছর পর বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজার এলাকা থেকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আটককৃত আসামী জোবাইয়ের রামু কাউয়ার খোপ উখিয়া ঘোনার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জানুয়ারী) রাত সাড়ে এগারোটার দিকে তাকে আলীকদমের পানবাজার থেকে গ্রেফতার করা হয়। পলাতক এই আসামী আলীকদমে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত মামলার রামু থানার তদন্তকারী কর্মকর্তা আলীকদম থানার সহায়তা চাইলে থানার উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এএসআই আব্দুল খালেকসহ সঙ্গীয় ফোর্স অভিয়ান চালিয়ে পানবাজার এলাকা থেকে তাকে আটক করে।
ঘটনাসুত্রে আরোও জানা গেছে, গত বছরের ২১ শে জানুয়ারী রামুর উখিয়ার ঘোনা এলাকার সুলতান আহাম্মদের বাড়ীর সামনে রাস্তায় রামু কাউয়ার খোপ ৭ নং ওর্য়াড আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম পরিচিত ব্যাক্তি জোবাইয়ের এর কাছ থেকে একশত পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর জোবাইয়ের ও তার পিতা লোকমান হাকিম, মা ছুফিয়া খাতুনসহ ৩/৪ লোক এসে বাহাদুরকে মারধর করে ও তলপেটে ছুরিকাঘাত করে। উক্ত বিষয়ে ঐ দিনই রামু থানায় একটি মামলা রুজু হয়, যাহার মামলা নং ১৬, তাং-২১/০১/১৯। পরে ঐ বছরের ২৪ জানুয়ারী বিকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেন জহিরুল ইসলাম বাহাদুর।
এ ব্যাপারে জানতে চাইলে আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, আমরা আসামীকে আটক করেছি এবং আটককৃত আসামীকে কক্সবাজারের রামু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply