বুধবার, ২৯ Jun ২০২২, ০১:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান বিএনপি মাম্যাচিং একাংশ সাংবাদকিদের সাথে সংবাদ সন্মেলন করেছে।
আজ ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় বান্দরবান জজ কোর্টের সামনে বিএনপি অফিস কার্যালয়ে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জাবেদ রেজা, জসিম, চনুমং সহ নেতা কর্মীরা ।
সংবাদ সন্মেলনে জাবেদ রেজা বলেন, আমরা এক ডাকে এক হওয়ার অপেক্ষায় আছি । তবে দুঃখের বিষয় এখনো পর্যন্ত কোন ম্যাসেজ বা ফোন কল আসেনি। তারপরও আমরা থেমে থাকবো না, ধানের শীষ প্রতিক নিয়ে প্রার্থীকে বিজয় করতে সাতটি উপজেলায় নির্বাচনী প্রচারনায় ভোটের মাঠে নামছি।
তিনি আরো বলেন, জেরী বাবু ভালো একজন নেতা তবে তার আশে পাশে নেতাদের কারনে আমরা এক হতে পারছিনা।
গতকাল বুধবার বাজার এলাকায় জেরীর সমর্থন মিছিলে যুবদল যোগদান করেছে সেটি কার আদেশে করেছিল ? এক সাংবাদিক প্রশ্ন করলে জাবেদ রেজা বলেন, আমাদের আদেশে যুবদলের নেতা কর্মীরা প্রার্থীর মিছিলে যোগদান দিয়েছে।
জেলা যুব দলের সভাপতি হারুন মুঠো ফোনে জানায়, জাবেদ রেজার আদেশে আমরা জেরী সমর্থনে মিছিলে যোগদান করেনি, এটি সম্পুর্ণ মিথ্যে কথা। কেন্দ্রীয় নির্দেশে ধানের শীষে এক হয়ে সমর্থন দিতে আমরা যোগদান করেছি।
Leave a Reply