শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে সদর উপজেলা চেয়াম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ফেব্রুয়ারী দুপুরে বান্দরবান প্রেস ক্লাব হল রুমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ কে এম জাহাঙ্গীর এর বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে ।
বাদশা মিয়া মাষ্ঠারের সভাপতিত্তে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এসময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক সহ বান্দরবান জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মত বিনিময় সভায় এ কে এম জাহাঙ্গীর বলেন, বিজয়ী হলে উপজেলা বিভিন্ন কর্মকান্ড উন্নয়নমুলক কর্মকান্ড সম্পাদন করা হবে। সেই সাথে গ্রামীন উন্নয়ন অবকাঠামো উন্নয়নের ধারবাহিকতা বজায় রেখে সামনে দিকে এগিয়ে চলার জন্য জনগণের পাশে থাকতে চান। সাবেক সাংবাদিক হিসেবে সাংবাদিকদের কাজ থেকে সর্বপরি সাহায্য সহযোগিতা কামনা করে পাশে থাকার আহবান জানানো হয়।
তিনি আরো বলেন, শেষে সাংবাদিকদের কল্যাণের নিয়োজিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে এক লক্ষ টাকা প্রদান করবে বলে ঘোষনা দেন।
Leave a Reply