শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসচ্ছে প্রার্থীরা ততই প্রচার প্রচারনা বাড়িয়ে দিয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে-সংসদীয় আসন-২৯৫, কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গ্রামেগঞ্জে, ভোটারের মন জয় করতে মরিয়া।
মহেশখালীতে ভোটার সংখ্যা পুরুষ-১লক্ষ ৯হাজার ৯৪৯ জন ও মহিলা-১লক্ষ, ১হাজার, ৬শত ৭৭জন এছাড়া ও সম্প্রতি হালনাগাতে আরো কিছু পুরুষ-মহিলা ভোটার বাড়তে পারে। কুতুবদিয়াতে ভোটার সংখ্যা পুরুষ ৪৪ হাজার ২৩ ও মহিলা ৪০ হাজার ৪শত ২২ ভোটার রয়েছে।
আওয়ামীলীগ ঘরনার প্রার্থীরা হলেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক, মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আনসারুল করিম, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওসমান গণি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপ-কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্জিনিয়ার ইসমত আরা ইসমু, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সরওয়ার কামাল, মার্শাল পাভেল,।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ঘরনার প্রার্থী সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, সাবেক ডিডিসি (উপমন্ত্রী) রশিদ মিয়ার সু-যোগ্য পুত্রবধু বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির পর্যটন শিল্প বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব শামীম মোস্তফা, মহেশখালী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক।
জাতীয়পার্টি ঘরনার প্রার্থী আলহাজ্ব কবির আহমদ সওদাগর ও মোহিবুল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘরনার প্রার্থী-বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির এসিষ্টেন্ট সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.এইচ. এম হামিদুর রহমান আযাদ, মহাজোটভুক্ত ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পর্যটন বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা সভাপতি মাসুদুল ইসলাম মাসুদ (চেয়ার), সম্মিল্লিত জোট প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মনজুর আহমদ (মোমবাতি), চরমোনাই পীর দলের মনোনীত প্রার্থী ড. জসিম উদ্দীন নদভী (হাতপাখা), ১৪ দলীয় জোটের অংশীদার দল বাংলাদেশ গণআজাদী লীগের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান।
ভোটারেরা জানান, যেই সব প্রার্থীরা এলাকার উন্নয়ন ও জনগনের সেবা করবে আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করব আর যারা জনগনের সাথে প্রতারনা করবে তাদেরকে প্রতিরোধ করব।
Leave a Reply