শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক,
তুষার ইমরান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন দশ বছরেরও বেশি সময় আগে। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সর্বশেষ রাউন্ডের ম্যাচে তিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। বিসিএলে এবারের মৌসুমে তিনিই এখন পর্যন্ত সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তার বর্তমান রান সংখ্যা ৫৫৮।
বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে প্রতিযোগিতা বেশি। একটি পজিশনের জন্য অনেকেই খেলতে প্রস্তুত। কিন্তু সবাই তো আর সুযোগ পাবেন না। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে গড়া বর্তমানে যে দলটি খেলছে তা নিয়মিত সাফল্য পাচ্ছে। তুষার ইমরানও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন। কিন্তু সেটা যে তার জন্য অনেক কঠিন তিনি সেটিও জানেন।
রবিবার মিরপুরে তুষার ইমরান বলেছেন, ‘বর্তমান দলটিতে যারা খেলছে তাদের পেছনে ফেলে দলে ঢোকাটা কঠিন। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। দেখুন, আমি যে পজিশনে ব্যাট করি ওই পজিশনে সাকিব আছে, মুশফিক আছে, রিয়াদ আছে। মুমিনুলও ভালো খেলছে। জাতীয় দলের হয়ে এরা নিয়মিত ভালো করে যাচ্ছে। আমি ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচকরা যদি আমাকে নিয়ে চিন্তা করেন তাহলে আমি শতভাগ দিতে প্রস্তুত আছি। আমি যে পজিশনে ব্যাট করি ওই পজিশনে জাতীয় দলে যারা আছে তাদের পেছনে ফেলে আমাকে সুযোগ পেতে হলে আরও বেশি রান করতে হবে। ঘরোয়া ক্রিকেটই আমার প্রমাণের জায়গা। আমি এখানে খেলার সুযোগ পাচ্ছি। সবসময় চেষ্টা করছি ভালো করার।’
Leave a Reply