মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:২১ পূর্বাহ্ন
র্যামবো ত্রিপুরা,থানচি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সারাদেশে করোনায় কর্মহীন হয়ে পরা গরীব পরিবার সমূহকে বিভিন্ন উপজেলার ন্যায় থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।
তবে এই সময়ে লক্ষ্য করা গেছে যে, সরকারী এই খাদ্য সামগ্রী সহায়তাকে উপজেলা সর্বসাধারণের সবার জন্য উন্মুক্ত ভেবে নেয়া হচ্ছে। যার ফলে এই এলাকার অনেক বিত্তশালী ব্যাক্তিগণসহ জনসাধারণ এই সহায়তা পাওয়ার জন্য চেষ্টা করেছেন। কিছু কিছু জনসাধারণের মাঝে সরকারী খাদ্য সহায়তা না পাওয়া বিষয়ের অভিযোগ উঠলে, স্থানীয় সাংবাদিকদের কর্ণগোচর হলে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশনা পায় খবর ছড়িয়ে পরে বিভিন্ন সামাজিক গণমাধ্যমেও।
তাই এই নিয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ব্যাক্তি বা গোষ্ঠী করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছাড়াছেন এবং সরকারের মহতী উদ্যোগ কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। ইতোমধ্যে সকল ইউনিয়নের করোনা প্রতিরোধ কমিটি এবং সন্মানিত জনপ্রতিনিধিদের মাধ্যমে করোনার কারনে কর্মহীন হয়ে পরা পরিবারের অগ্রাধিকার তালিকা করে সরকারী খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। যারা কর্মহীন হয়ে পরেছেন তারা নিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাথে যোগাযোগ করে বা তথ্য দিয়ে ত্রাণ পেতে পারেন। এছাড়া উপজেলা প্রশাসন থেকে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এরপর উপযুক্ত কেউ সহায়তা না পেয়ে থাকলে আমাদের জানালে আমরা সহায়তা ত্রাণ সামগ্রী ঘরে পৌঁছে দেব। তবে এই সহায়তাকে সবার জন্য উন্মুক্ত ভাবছেন। অনেক বিত্তশালী ব্যাক্তি সহায়তা নেয়ার জন্য চেষ্টা করেছেন।
গত ৩ এপ্রিল একটি পাড়ায় ত্রাণ বিতরণের পরে জনৈক ব্যাক্তি (খামারে ১০টি গরু, একাধিক ছাগল, শুকর আছে, পাড়ার কারবারী এবং পাড়াবাসীর মতে তিনি অবস্থাপন্ন) চিৎকার করে বলতে থাকেন ত্রাণ দিলে সবাইকেই দিতে হবে, কেউ পাবে আর কেউ পাবে না এগুলো হবে না। এ ধরনের ব্যবহার প্রত্যাশিত নয়। অবস্থাপন্ন ব্যাক্তিরা যদি দরিদ্র মানুষের ত্রাণ নিজেরা নিতে চান তাহলে আরেকজন দরিদ্র মানুষ হয়তো যথা সময়ে ত্রাণ পাবে না। এখন পর্যন্ত কোনো ব্যাক্তি ত্রাণ পাননি বলে আমাদের সাথে যোগাযোগ করেন নি। উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুমে বা যে কোনো মাধ্যমে আমরা কোনো তথ্য পেলে ব্যবস্থা নিচ্ছি।
ত্রাণ পাওয়ার উপযুক্ত কেউ এখনো ত্রাণ না পেয়ে থাকলে আমাদের জানান।
Leave a Reply