বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন
রিমন পালিত: স্টাফ রির্পোটারঃ
করোনাভাইরাস মরণব্যাধি থেকে রক্ষা করতে বান্দরবানে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের কাছে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত ত্রাণ বান্দরবান সহ সাতটি উপজেলায় পৌছানো কাজ শুরু হয়েছে।
আজ ৩০মার্চ সোমবার সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম উন্নবোর্ডের উদ্যোগে বিভিন্ন সংগঠনের সহায়তায় পার্বত্য মন্ত্রী এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও সাংবাদিকগ প্রমূখ।
এসময় মন্ত্রী বলেন, করোনা এখন বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সরকার এই প্রার্দুভাব থেকে জনগণকে রক্ষা করতে কাজ করছে। ত্রাণ সামগ্রী দুস্থ ও গরীবের কাছে পৌছে দিতে সরকার কাজ করছে। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া অনুরোধ জানান। ফোন করলে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। পার্বত্য মন্ত্রী আরো বলেন, বান্দরবানের সকল দুর্যোগ মোকাবেলায় সবাই মিলেমিশে একযোগে কাজ করছে এবং এই সংকট নিরসনের জন্য চেষ্টা চালাচ্ছি।
বান্দরবানে জেলা-উপজেলায় ৫ হাজার ৫ পরিবারের মাঝে,৩৯০.৪৬০ মেট্রিক টন চাল ও ৭ লক্ষ ২৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়।
Leave a Reply