বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:০২ পূর্বাহ্ন
রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটির কাপ্তাই থানাধীন শৈলজা এলাকা হতে প্রাইভেটকার ভর্তি চোলাই মদসহ এক মাদক পাচারকারিকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদে খবর পেয়ে শৈলজা এলাকা পাশ্ববর্তী হতে সোহাগ আলী(২৪) কে আটক করা হয়।সে চট্টগ্রাম মোহরা স্মার্ট কলোনী, হামিদচর থানার মৃত: ওয়াজেদ আলীর ছেলে।
আজ বুধবার(২২জুন)কাপ্তাই থানায় মাদক আইনে একটি মামলা রুজু করে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।
কাপ্তাই থানার মো.জসিম উদ্দীন(ওসি) জানান, রাঙ্গামাটির এসপির নির্দেশমতে গভীর রাতে থানার পুলিশ ফোর্স নিয়ে উক্ত যুবককে প্রাইভেটকার ভর্তি ৮৫লিটার চোলাইমদসহ তাকে আটক করা হয়। আটক যুবককে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে প্রেরণকরাহয়।
Leave a Reply