মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
কারিতাস আলোঘর (লাইট হাউজ) প্রকল্প, সন্দ্বীপ উপজেলার কর্তৃক আয়োজিত আলোঘর প্রকল্পের শিক্ষার্থীদের শিক্ষার মূলস্রোতধারায় সম্পৃত্তকরণ বিষয়ক সেমিনার কারিতাস গাছুয়া ইউনিট অফিসে সকাল ১০ ঘটিকার সময় সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে মি: অংগ্য মারমা শিক্ষা সুপারভাইজার ও মি: মংক্যচিং মারমা, সিএমএফপি ইউনিট অফিসার সার্বিক সহযোগীতায় মো: হেলাল উদ্দিন এরিয়া কো অর্ডিনেটর পেকুয়ার এরিয়ার আলোঘর প্রকল্প এর সঞ্চালনায় ৩নং গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মো: সামশুদ্দীন রাজধন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মাইন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স›দ্বীপ উপজেলা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ কামাল বাবু, আতিকুল ইসলাম চৌধুরী হিসাব কর্মকর্তা, সুজিত চক্রবর্তী মাঠ কর্মকর্তা (সিএমএফপি) , ৩নং সন্তোষপুর ইউপি মেম্বার আশরাফ উদ্দিনসহ স›দ্বীপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, স্থানীয় এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোঘর প্রকল্পের শিক্ষার্থীদের শিক্ষার মূলস্রোতধারার সম্পৃত্তকরণের উদ্দেশ্য বক্তব্যে রাখেন, আতিকুল ইসলাম চৌধুরী হিসাব কর্মকর্তা (আলোঘর প্রকল্প)।
প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মাইন উদ্দিন বক্তব্যে বলেন, কারিতাস দূর্গম উড়িরচর ও বেড়ীবাঁধ এলাকায় সুযোগ বঞ্চিত শিশুদের শিক্ষামুখী করনে গুরুন্তপূর্ণ অবদান রাখায় কারিতাস কর্তৃপক্ষে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি জন্য শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন।
৩নং গাছুয়া ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান জনাব মো: সামশুদ্দীন রাজধন সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন কারিতাস আলোঘর প্রকল্প মানসম্মত শিক্ষা প্রদানে মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ব্যবস্থা করে আসছে এবং তিনি নিজ হাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পূর্ব কুচিয়া মোড়া শিশু শিক্ষা কেন্দ্রে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর প্রেমহরি দাশকে আলোঘর প্রকল্পে প্রদত্ত ডিভাইস বিতরণ করেন। আগামীতে কারিতাসের যেকোন কার্যক্রমে চেয়রম্যান মহোদয় পূর্ণ সহযোগীতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply