শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন
অংগ্য মারমা, সন্দ্বীপ থেকেঃ
ইউরোপিয়ান ইউনিয়ন ও কারিতাস ফ্রান্স অর্থায়নে পরিচালিত কারিতাস চট্টগ্রাম অধীনে আলোঘর (লাইট হাউজ) প্রকল্প, সন্দ্বীপ উপজেলার কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সোমবার সকাল ১০ টায় সন্তোষপুর ৩নং বেড়ীবাঁধ শিশু শিক্ষা কেন্দ্রের অনষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আলোঘর প্রকল্পের শিক্ষা সুপারভাইজার অংগ্য মারমা সঞ্চালনায় , ইএমসি সভাপতি ও ৪ নং সন্তোষপুর ইউপি মেম্বার আশরাফ উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং সন্তোষপুর ইউপি মেম্বার মো: মোশারফ হোসেন (ইমরুল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস সিএমএফপি সন্দ্বীপ উপজেলা মাঠ কর্মকর্তা সুজিত চক্রবর্তী, উত্তরচর সন্তোষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহিন আক্তার, ইউনিট অফিসার মংক্যচিং মারমা, ব্যবসায়ি মো: আছান উদ্দিন তুষার , মো: আবু তাহের, সন্তোষপুর ৩নং বেড়ীবাঁধ শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা হালিমা বেগম , মাইমুনা আক্তার নিপাসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সন্তোষপুর ৩নং বেড়ীবাঁধ শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মাইমুনা আক্তার নিপা। কারিতাস আলোঘর প্রকল্পের কার্যক্রম নিয়ে বক্তব্যে রাখেন সন্দ্বীপ উপজেলা মাঠ কর্মকর্তা (সিএমএফপি) সুজিত চক্রবর্তী।
প্রধান অতিথি মো: মোশারফ হোসেন (ইমরুল) বক্তব্যে বলেন, প্রত্যন্ত দ্বীপ অঞ্চলে কারিতাস আলোঘর প্রকল্প শিক্ষা কেন্দ্র স্থাপন করেছে বিধায় সুবিধা বঞ্চিত শিশুরা শিক্ষা আলো পাচ্ছে। কোমলমতি শিশুরা শিক্ষা কেন্দ্রের লেখাপড়ার করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মূল¯্রােতধারায় সংযুক্ত করার সুযোগ হয়েছে। তিনি আরো বলেন শিক্ষার্থীদের বিনোদন জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদযাপন করে শিশুদের পড়ালেখা গতি বৃদ্ধি হচ্ছে বলে মন্তব্য করেন। ভবিষ্যৎ তে উক্ত শিক্ষা কেন্দ্রের সার্বিক সহযোগীতা করবে বলে আশ^াস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি ও ৪ নং সন্তোষপুর ইউপি মেম্বার আশরাফ উদ্দিন সমাপনি বক্তব্যে বলেন, সন্দ্বীপে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার অর্থায়নে বেড়ীবাঁধ নির্মাণ কারনে অত্র শিক্ষা কেন্দ্র স্থানান্তর করার জন্য কারিতাস আলোঘর প্রকল্পে মাসিক রক্ষণাবেক্ষন টাকা পাশাপাশি এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতা পূর্নরায় সন্তোষপুর ৩নং বেড়ীবাঁধ শিশু শিক্ষা কেন্দ্রের স্থাপন করা হয়েছে। আগামীতেও এলাকায় সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।
Leave a Reply